Saturday 20 March 2010

জনজীবন বিপর্যয়ের মুখে: জন্মদিনে এরশাদ




Sat 20 Mar 2010 11:48 PM BdST

rtnnঢাকা, ২০ মার্চ (আরটিএনএন ডটনেট)-- ভবিষ্যতে পরিস্থিতির উন্নয়ন হবে আশাবাদ ব্যক্ত করে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, বর্তমানে জনজীবন বিপর্যয়ের মুখে রয়েছে। দেশে সন্ত্রাস-চাঁদাবাজি কমেনি বলেও অভিযোগ করেন তিনি।

শনিবার বনানীতে এরশাদের নিজ কার্যালয়ে জন্মদিন উপলক্ষে দলের নেতা-কর্মীরা ফুল দিতে আসে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সময় তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, ‘আমি মনে-প্রাণে বিশ্বাস করি, এদেশে কোন একদিন প্রাদেশিক ব্যবস্থা চালু হবে। ঢাকা শহরকে মানুষের বাসযোগ্য করতে হলে এই ব্যবস্থা চালু করতে হবে।’

তিনি বলেন, ‘আমাদের দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজি কমেনি। জনজীবন এখন বিপর্যয়ের মুখে রয়েছে।’

এ সময় ভবিষ্যতে এই পরিস্থিতির উন্নয়ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

এর আগে ৮০তম জন্মদিন উপলক্ষে সকাল ৯টায় পল্লীবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে বারিধারার প্রেসিডেন্ট পার্ক ভবনে এরশাদকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান দলের নেতা-কর্মীরা।

এরপর দলের পক্ষে জন্মদিন উপলক্ষে সকাল ১০টায় গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন এরশাদ।

এছাড়া জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে দুপুর ১২টায় জাপা চেয়ারম্যানের কার্যালয়ে ৮০ পাউন্ডের কেক কাটেন এরশাদ।

এ সময় প্রেসিডিয়াম সদস্যসহ জাতীয় পার্টির শীর্ষস্থানীয় নেতা ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে একটি স্বেচ্ছা রক্তদান কর্মসূচিরও উদ্বোধন করেন তিনি।

আরটিএনএন ডটনেট/এসআই/এমআই_ ২২৪৬ ঘ.

http://www.rtnn.net/details.php?id=22800&p=1&s=1

No comments:

Post a Comment