Thursday 11 March 2010

সংসদে প্রধানমন্ত্রীর বক্তৃতার কারণে বিটিভিতে ৪০ মিনিট পরে এশার আজান

স্টাফ রিপোর্টার
জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতার কারণে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) এশার আজান ৪০ মিনিট দেরিতে প্রচার করা হয়। প্রধানমন্ত্রী সংসদে গতকাল সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে ৮টা ১০ মিনিট পর্যন্ত বক্তৃতা করেন। তার এ বক্তৃতা বিটিভি সরাসরি প্রচার করছিল। বিটিভির সময়সূচি অনুযায়ী গতকাল রাত সাড়ে ৭টায় এশার আজানের নির্ধারিত সময় থাকলেও প্রধানমন্ত্রীর বক্তৃতার পর বিটিভি এ আজান প্রচার করে। সংশ্লিষ্টরা জানান, জরুরি যে কোনো অনুষ্ঠান থাকলেও বিটিভি যথাসময় আজান প্রচার করে থাকে। এ বিষয়ে বিটিভি প্রোগ্রাম সেকশনে জানতে চাইলে দায়িত্বরতা জানান, বিটিভি সব নামাজের আজানই যথা সময় প্রচার করে থাকে। দিনে চারবার আজান প্রচার করা হয়। জোহর ১২টা ৪৫ মিনিটে, আসর সাড়ে ৪টায়, মাগরিব ৬টা ১২ মিনিটে এবং এশা সাড়ে ৭টায় প্রচার হয়। তবে গতকাল সংসদে প্রধানমন্ত্রীর ভাষণের কারণে আজান কিছু সময় পিছিয়ে দেয়া হয়েছে।
http://www.amardeshonline.com/pages/details/2010/03/12/22398

No comments:

Post a Comment