Friday 16 July 2010

মওদুদীর লেখা বই প্রত্যাহার

Qadir Kollol

কাদির কল্লোল

বিবিসি বাংলা

বাংলাদেশে ধর্ম সম্পর্কিত সরকারী প্রতিষ্ঠান ইসলামী ফাউন্ডেশন বলছে দেশের দু লক্ষ সত্তর হাজার মসজিদে যে চব্বিশ হাজার গ্রন্থাগার রয়েছে সেখান থেকে জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর লেখা সব বই সরকারী নির্দেশে সরিয়ে ফেলা হয়েছে৻


সরকার বলছে ইসলাম ধর্মের আদর্শের সঙ্গে বইগুলো সামঞ্জস্যপুর্ণ নয় এবং বইগুলো বিতর্কিত৻

বৃহস্পতিবার বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিঞা সংসদে এক প্রশ্নের উত্তরে এ কথার সত্যতা নিশ্চিত করেন যে বইগুলো মসজিদগুলোর গ্রন্থাগার থেকে সরিয়ে ফেলা হয়েছে৻

বইগুলো গ্রন্থাগার থেকে সরিয়ে ফেলা হলেও বাংলাদেশে এগুলো নিষিদ্ধ করা হয়নি৻


বাংলাদেশে বিরোধী জোটের অন্যতম শরিক, ইসলামপন্থী দল জামায়তে ইসলামী দলের আদর্শগত ভিত্তি হিসেবে আবুল আলা মওদুদীর বই ব্যবহার করে৻

ইসলামিক ফাউন্ডেশনের হিসাব অনুযায়ী দেশে দুই লাখ সত্তুর হাজার মসজিদ আছে। এরমধ্যে ২৪ হাজার মসজিদে গ্রন্থাগার রয়েছে, যে গুলোর পরিচালনা করে থাকে ইসলামিক ফাউন্ডেশন৻

মসজিদভিত্তিক এই গ্রন্থাগার গুলো থেকে জামায়াতে ইসলামীর মূল তাত্ত্বিক নেতা আবুল আলা মওদুদীর লেখা সব বই সরিয়ে ফেলা হয়েছে –এমন তথ্য ধর্মপ্রতিমন্ত্রী শাহজাহান মিয়া বৃহস্পতিবার সংসদে তুলে ধরেছেন।

আবুল আলা মওদুদীর লেখা সব বই ইসলাম এবং কোরআন, সূন্নাহ’র পরিপন্থী, যে বইগুলোতে ইসলামের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে৻

শামীম মোহাম্মদ আফজাল


ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল শুক্রবার বিবিসিকে বলেছেন, আবুল আলা মওদুদীর লেখা ইসলামের পরিপন্থী একটি রাজনৈতিক দর্শনে মানুষকে উদ্বুদ্ধ করে এবং জঙ্গীবাদে উস্কানি দেয়৻ সে কারণেই এধরনের বই মসজিদভিত্তিক গ্রন্থাগারগুলো থেকে সরিয়ে ফেলা হয়েছে। তিনি বলেন,

‘আবুল আলা মওদুদীর লেখা সব বই ইসলাম এবং কোরআন, সূন্নাহ’র পরিপন্থী, যে বইগুলোতে ইসলামের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে৻‘

মসজিদভিত্তিক পাঠাগারগুলো থেকে আবুল আলা মওদুদীর লেখা বই সরিয়ে নেওয়া হলেও এই বইগুলো কিন্তু বাংলাদেশে নিষিদ্ধ নয়। মওদুদীর লেখা নিষিদ্ধ করা না করা প্রশ্নে সরকারের সংশ্লিষ্টদের কাছ থেকে সুনির্দিষ্ট কোন বক্তব্য পাওয়া যায় নি।

তবে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মো: আফজাল বলেছেন, ‘আবুল আলা মওদুদীর লেখা বই অনুবাদ করে বাংলাদেশে বিভিন্ন সময়ে যে প্রকাশ করা হয়েছে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন অনুমতি নেই। এমন তথ্য ইসলামিক ফাউন্ডেশনের কাছে রয়েছে৻‘

আবুল আলা মওদুদীর লেখা বইগুলোতে জঙ্গীবাদ বা উগ্রতাকে মদত দেওয়ার বা তাতে উস্কানি দেওয়ার মতো কিছু নেই৻

এ টি এম আজহারুল ইসলাম

মসজিদ ভিত্তিক গ্রন্থাগারগুলো থেকে আবুল আলা মওদুদীর বই সরিয়ে নেওয়ার এমন পদক্ষেপ গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেছে জামায়াতে ইসলামী দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এ টি এম আজহারুল ইসলাম৻ তিনি বলেছেন,

‘আবুল আলা মওদুদীর লেখা বইগুলোতে জঙ্গীবাদ বা উগ্রতাকে মদত দেওয়ার বা তাতে উস্কানি দেওয়ার মতো কিছু নেই।‘

এছাড়া তিনি মন্তব্য করেন, লেখায় কোন বিষয়ে ভিন্ন মত আসতে পারে, কিন্তু ঐ বইগুলোতে ইসলামের ভুল ব্যাখ্যা নেই বলে তারা মনে করেন।

এদিকে, আবুল আলা মওদুদীর লেখা সব বই এমন সময় মসজিদভিত্তিক পাঠাগারগুলো থেকে প্রত্যাহার করা হচ্ছে, যখন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীসহ দলটির শীর্ষ পাঁচজন নেতাকে কিছুদিন আগে গ্রেফতার করা হয়েছে।

জামায়াতের এই পাঁচজন নেতাকে রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মুক্তিযোদ্ধা সর্ম্পকিত বিভিন্ন মামলায়।

http://www.bbc.co.uk/bengali/news/2010/07/100716_ubmaududi.shtml

No comments:

Post a Comment