Thursday 22 July 2010

জামায়াত নেতাদের মুক্তির দাবিতে অস্ট্রেলিয়ায় প্রতিবাদ, স্মারকলিপি




এসবি রিপোর্টার, Fri 16 Jul 2010


বাংলাদেশ বর্তমান মানবাধিকার লঙ্ঘন, বিরোধী দলের নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের, গণগ্রেপ্তার ও রিমান্ডের নামে জামায়াত নেতাদের উপর জুলুম নির্যাতন, সরকারের বিচার বহির্ভূত হত্যাকান্ড ,স্বাধীন বিচার ব্যবস্থায় নগ্ন হস্তক্ষেপ, সংবাদপত্রের স্বাধীনতা হরণ, জাতীয় নেতাদের উপর পুলিশী নির্যাতন, বিশেষ করে বাংলাদেশ জামায়াত ইসলামীর শীর্ষ পাঁচ নেতার গ্রেপ্তার ও রিমান্ডে নেয়ার প্রতিবাদে” অস্ট্রেলিয়ান বাংলাদেশ ফোরাম, অস্ট্রেলিয়া” অস্ট্রেলিয়াস্ত বাংলাদেশ দূতাবাস, ক্যানবেরা এর সামনে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশ উত্তর” অস্ট্রেলিয়ান বাংলাদেশ ফোরাম, অস্ট্রেলিয়া” এর প্রেসিডেন্ট প্রকৌশলী সাইফুল্লাহ খালিদ এর নেতৃত্বে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীরা বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তদের সাথে দেখা করেন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতি বরাবর এক স্মারকলিপি প্রদান করেন।

সমাবেশে বক্তারা দেশের বর্তমান সার্বিক অস্থিতিশীল পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে। অস্ট্রেলিয়ান বাংলাদেশ ফোরাম এর প্রেসিডেন্ট তার বক্তৃতায় দেশের বর্তমান মানবাধিকার লঙ্ঘন ও সার্বিক পরিস্থিতির উপর দীর্ঘ চিত্র তুলে ধরেন। তাতে প্রবাসীদের মাঝে এক গভীর উদ্বেগ উৎকন্ঠার সৃষ্টি হয়। তিনি তার বক্তৃতায় বলেন, বর্তমান সরকার চট্টগ্রাম সিটি কর্পোরেশান নির্বাচনে লজ্জাজনক পরাজয়ে বুঝতে পেরেছে তাদের পায়ের তলায় মাটি সরে গেছে এবং চট্টগ্রাম বন্দর, ট্রানজিটসহ বাংলাদেশের সমস্ত প্রাকৃতিক সম্পদ দিয়ে তার বিদেশী প্রভুদের খুশী করার মাধ্যমে তাদের গদি রক্ষা করতে চায়। এ ব্যাপারে সবচেয়ে বড় বাধা বাংলাদেশ জাআয়াত ইসলামী। তাই এই ফ্যাসিবাদী চক্র জামায়াতে ইসলামীর নেতা কর্মীদের হত্যা, নির্যাতন ও বন্দীর পথ বেছে নিয়েছে। যা মানবাধিকারের চরম লঙ্ঘন। প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডঃ মাসুম আলম এবং ডঃ রাশেদুল ইসলাম। বক্তারা সবাই অবিলম্বে জামায়াত নেতাদের নিঃশর্ত মুক্তি দাবী করেন। এর মাধ্যমে দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনা, আন্তর্জাতিক ভাবমূর্তি রক্ষা ও প্রবাসীদের মাঝে দেশে বিনিয়োগের আস্থা তৈরী করে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে হবে।

http://www.dailynay adiganta. com/fullnews. asp?News_ ID=222361&sec=2

No comments:

Post a Comment