Tuesday 23 March 2010

ছাত্রলীগ টেন্ডারবাজি ও চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে পড়েছে: ওবায়দুল



Tue 23 Mar 2010 9:50 PM BdST

rtnnঢাকা, ২৩ মার্চ (আরটিএনএন ডটনেট)-- টেন্ডারবাজি ও চাঁদাবাজির সঙ্গে ছাত্রলীগের জড়িয়ে পড়ার কথা স্বীকার করে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করে কিছু লোক এসব টেন্ডারবাজ ও চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে।

ঢাকা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজ বাবুর ৩১তম নিখোঁজ দিবস উপলক্ষে মাহফুজ বাবু স্মৃতি পরিষদ আয়োজিত এক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

ক্ষোভ প্রকাশ করে ওবায়দুল বলেন, ’৬৯-এর গণ-অভ্যুত্থান থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ছাত্রলীগ। কিন্তু আজ ছাত্রলীগ অভ্যন্তরীণ কোন্দলসহ জেলায় জেলায় কমিটি গঠন নিয়ে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

টেন্ডারবাজ ও চাঁদাবাজ ছাত্রলীগ কর্মীদের আড়ালে থাকা আশ্রয়-প্রশ্রয়দানকারীদের মুখোশ উন্মোচনেরও আহ্বান জানান তিনি।

সভায় আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ছাত্রলীগকে সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

প্রসঙ্গত, ঢাকা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন মাহফুজ বাবু। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে ১৯৮০ সালের ২৩ মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে যাওয়ার পথে নিখোঁজ হন তিনি। এরপর আর তার খোঁজ মেলেনি।

আওয়ামী লীগ ও ছাত্রলীগের অভিযোগ, জিয়া সরকারের গোয়েন্দা সংস্থার লোকেরা তাকে অপহরণ করে নিয়ে যায়।

আরটিএনএন ডটনেট/এমইউএ/এমআই_ ২০৪৯ ঘ.

http://rtnn.net/details.php?id=22914&p=1&s=1

No comments:

Post a Comment