Thursday 22 April 2010

যুদ্ধাপরাধের বিচার স্বচ্ছ হওয়া উচিত: স্টেইনবার্গ

Thu 22 Apr 2010 8:04 PM BdST

ঢাকা, ২২ এপ্রিল (আরটিএনএন ডটনেট)-- যুদ্ধাপরাধের বিচারের ক্ষেত্রে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা থাকা উচিত বলে মন্তব্য করেছেন সফররত মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী জেমস বি স্টেইনবার্গ। বলেছেন, এ বিষয়ে বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নেবে।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্টেইনবার্গ বলেন, সরকার মানবতাবিরোধী অপরাধের বিচার করতে প্রতিশ্রুতিবদ্ধ। মার্কিন সরকার বিষয়টির সুষ্ঠু সমাধানে আশাবাদী।

তিনি বলেন, এক্ষেত্রে আন্তর্জাতিক মান বজায় রাখতে হবে। বাংলাদেশের জনগণই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এসময় দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশ ও ভারতের বর্তমান উদ্যোগের প্রশংসা করেন স্টেইনবার্গ।

বাংলাদেশের বিদ্যুত সমস্যা সমাধানে মার্কিন ব্যাবসায়ীদের বিনিয়োগের আগ্রহ রয়েছে বলেও তিনি জানান।

অবশ্য এজন্য দেশে বিনিয়োগের পরিবেশ গড়ে তোলার তাগিদ দেন সফররত মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী।

সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ঢাকা সফর সম্পর্কে তিনি সুস্পষ্টভাবে কিছু বলেননি।

প্রসঙ্গত, মার্কিন পররাষ্ট্র দপ্তরের দ্বিতীয় প্রভাবশালী ব্যক্তি মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী জেমস বি স্টেইনবার্গ দুই দিনের সফরে আজ বৃহস্পতিবার ঢাকা এসেছেন।

সফরের প্রথম দিনে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেন।

http://rtnn.net/details.php?id=23855&p=1&s=3

No comments:

Post a Comment