Saturday 10 April 2010

ওএমএসের চাল বিক্রির দায়ে আওয়ামী লীগ নেতা জেলহাজতে

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
ওএমএসের চাল বিক্রি করে দেয়ার অপরাধে কুমিল্লার চান্দিনা পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী গোলাম মোস্তফাকে গত শুক্রবার রাতে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে চান্দিনা থানা পুলিশ। এব্যাপারে চান্দিনা থানায় খাদ্য আত্মসাত্ ও প্রতারণার দায়ে ২ জনকে আসামি করে মামলা হয়েছে। জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফার গোডাউন পরিদর্শনে গিয়ে ওএমএসের চালের সঙ্গে গোডাউনে মজুতকৃত চালের হিসাব গড়মিল পাওয়ায় সন্দেহবশত তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করায় গোলাম মোস্তফা অন্যত্র চাল বিক্রি করে দিয়েছে বলে স্বীকার করেন। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী চান্দিনা পৌর এলাকার ব্যবসায়ী আবদুল ওয়াদুদের গুদাম ঘর থেকে উদ্ধার করা হয় বিক্রি করে দেয়া ওএমএসের ৩৯ বস্তা চাল। চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাজেরা খাতুন জানান, গ্রেফতারকৃত পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী গোলাম মোস্তফা খোলাবাজারে চাল বিক্রির (ওএমএস) একজন ডিলার। দুস্থ ও গরীব মানুষের কাছে এ চাল ২২ টাকা কেজি দরে বিক্রির কথা। কিন্তু তিনি সরকারি ওএমএসের চালের বস্তা পরিবর্তন করে অন্য বস্তায় চাল ঢুকিয়ে বাজারে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতেই চান্দিনা থানায় ২ জনকে আসামি করে চান্দিনা খাদ্য কর্মকর্তা একেএম মহিউদ্দিন আহম্মেদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

http://www.amardeshonline.com/pages/details/2010/04/11/26996

No comments:

Post a Comment