Saturday 10 April 2010

ছাত্রলীগ ও যুবলীগের টেন্ডারবাজির দায় জাতীয় পার্টি নেবে না

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ০৯-০৪-২০১০

জাতীয় পার্টি বলেছে, ছাত্রলীগ ও যুবলীগের টেন্ডারবাজিতে সাধারণ ঠিকাদারেরা আজ জিন্মি। মহাজোটের অংশীদার হলেও এ অপকর্মের দায় জাতীয় পার্টি নিতে পারে না।
আজ শুক্রবার মগবাজার টিঅ্যান্ডটি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে রমনা থানার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির (জাপা) সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশিদ এ কথা বলেছেন। তিনি অভিযোগ করেন বিদ্যুত্, গ্যাসসংকটসহ কোনো বিষয়ে আওয়ামী লীগ জোটের বৃহত্ শরিক জাতীয় পার্টির সঙ্গে কোনো আলোচনা করে না। তিনি দেশ ও জাতি গঠনে এবং দেশকে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত রাখতে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান।
জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর আরেক সদস্য দেলোয়ার হোসেন খান বলেন, এরশাদের সৈনিকেরা সন্ত্রাস ও দুর্নীতিতে বিশ্বাস করে না। তাই এক-এগারোর পর দুর্নীতিবিরোধী অভিযানে জাতীয় পার্টির কোনো নেতা-কর্মী অভিযুক্ত হয়নি।
সৈয়দ সিরাজুল আরেফিনের সভাপতিত্বে সম্মেলনে সাবেক সাংসদ আহসান হাবিব, ঢাকা মহানগর জাপার সাধারণ সম্পাদক জহিরুল আলম প্রমুখ বক্তব্য দেন।

http://www.prothom-alo.com/detail/date/2010-04-09/news/55333

No comments:

Post a Comment