Thursday 1 April 2010

বিএনপির এমপি শাম্মির ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলায় দেলোয়ারের প্রতিবাদ

বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন হবিগঞ্জের আমরোড বাজারে বিএনপির মানববন্ধন কর্মসূচি চলাকালে শাম্মি আক্তার এমপির ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলার প্রতিবাদ জানিয়েছেন। তিনি বিএনপির সভা পণ্ড করারও নিন্দা জানান।
এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, হবিগঞ্জ জেলায় আমরোড বাজারে পূর্ব নির্ধারিত বিএনপির সমাবেশে পুলিশ প্রহরায় ছাত্রলীগ ও যুবলীগের চিহ্নিত সন্ত্রাসীরা অতর্কিতে হামলা করে। এতে এমপি শাম্মি আক্তারসহ বহু বিএনপি নেতাকর্মী আহত হন। এদের মধ্যে ছাত্রদল নেতা হালিম আলমগীর, যুবদল নেতা সাইফুল, খালেদ ও মতিন মারাত্মকভাবে আহত হন। তিনি বলেন, বর্তমান স্বৈরাচারী সরকার তাদের একদলীয় বাকশাল শাসন কায়েম করার জন্য বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডকে বানচাল করে বর্বর রাজনৈতিক আচরণ করছে। মহাসচিব বলেন, দেশে যখন বিদ্যুত্, গ্যাস, পানিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাবে জনজীবন বিপর্যস্ত, আওয়ামী সিন্ডিকেটের প্রভাবে দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার বাইরে, তখন সরকার যুবলীগ ও ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের দ্বারা হত্যা, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখল ইত্যাদির মাধ্যমে জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে ফেরাতে চাচ্ছে। তিনি বলেন, সরকার মানুষের জানমালের ন্যূনতম নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বিএনপি মহাসচিব দেশব্যাপী সন্ত্রাসী তাণ্ডবে তীব্র নিন্দা জানিয়ে এমপি শাম্মি আক্তারসহ যুবদল, ছাত্রদল নেতাদের ওপর হামলাকারীদের গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানান। বিজ্ঞপ্তি

http://www.amardeshonline.com/pages/details/2010/04/02/25512

No comments:

Post a Comment