Saturday 24 April 2010

উপহার : বাংলাদেশকে ২৫০ বুদ্ধমূর্তি দিল থাইল্যান্ড



Shamokal চট্টগ্রাম ব্যুরো | ঢাকা | ২৫ এপ্রিল ২০১০
থাইল্যান্ডের ধস্মকায়া ফাউন্ডেশন কর্তৃক বাংলাদেশকে দেওয়া ২৫০টি মূল্যবান অষ্টধাতুর তৈরি বুদ্ধমূর্তি চট্টগ্রাম বন্দর থেকে ছাড় করে নগরীর পলোগ্রাউন্ড স্কুল মাঠে রাখা হচ্ছে। আগামী ৭ মে মহামানব গৌতম বুদ্ধের ২৫৭৩তম বুদ্ধ জয়ন্তীতে এগুলো আনুষ্ঠানিকভাবে দেশের বিভিন্ন মন্দিরে হস্তান্তর করা হবে।
বুদ্ধজয়ন্তী উদযাপন পরিষদের কর্মকর্তা পান্নালাল বড়ূয়া, অমিরণ বড়ূয়া, কাঞ্চন বড়ূয়া, বিপ্লব বড়ূয়া, বিকাশ কুমার চৌধুরী বুদ্ধমূর্তিগুলো প্রাথমিকভাবে গ্রহণ করেছেন।

No comments:

Post a Comment